জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম গ্রেসের ২৭ আসনের হিসেবে জল ঢেলে দিল তিপ্রা মথা। সুদীপ জিতেনদের মুখে কালি। ১৪ ভোটেই থেমে গেল গোপালের অধ্যক্ষ পদ। রাজ্যপাল ভাষনের মাধ্যমে শুরু হল ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রত্যাশা মতই রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল স্বল্প সময়ের বিধানসভা অধিবেশন। আর এই অধিবেশনের শুরুতেই এদিন অনুষ্ঠিত হয় অধ্যক্ষ পদে নির্বাচন। সহমতের ভিত্তিতে কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, সরাসরি ভোট দানের মধ্য দিয়েই নির্বাচিত হলেন নতুন অধ্যক্ষ। অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শাসকের পক্ষে বিশ্ববন্ধু সেন অপরদিকে বিরোধী জোটের প্রার্থী বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেসের গোপাল চন্দ্র রায়। ষাট সদস্যক রাজ্য বিধানসভায় ৩২ টি আসন নিয়ে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বিজেপি আইপিএফটি জোট সরকার। অপরদিকে বাম কংগ্রেসের দখলে রয়েছে ১৪ টি আসন। বাকি ১৪ টি আসনের মধ্যে ১৩ টি তিপ্রামথার দখলে। ধনপুর কেন্দ্র থেকে শাসক দল জয়ী হলেও শেষ পর্যন্ত সংবিধান মেনে সেই কেন্দ্র থেকে নির্বাচিত প্রতিনিধি প্রতিমা ভৌমিক ইতিমধ্যেই পদত্যাগ করেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বিধানসভায় শাসকের পক্ষে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা। তাই কোন ধরনের অঘটন না হলে অধ্যক্ষ পদে শাসক প্রার্থীর জয় নিশ্চিতই ছিল। অবশেষে হলও তাই। তিপ্রামথার বিধায়করা ভোটদানে বিরত থাকায় বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন বিশ্ববন্ধু সেন। বিধানসভার বিধায়কদের দেওয়া ভোটে ৩২ টি ভোট পেয়ে অধ্যক্ষ নির্বাচিত হন তিনি। অপরদিকে বিরোধী বাম কংগ্রেস জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায় পেলেন ১৪ টি ভোট। আর এই ফলাফলের মধ্য দিয়েই অধ্যক্ষ পদ নিয়ে চলা গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটলো এদিন। এদিকে অধ্যক্ষ নির্বাচনের পরেই রাজ্যপাল ভাষনের মাধ্যমে শুরু হয় বিধানসভার অধিবেশন।রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য এই দিন তার ভাষণে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে মহিলাদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে এনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহিলা ভোটারদের। গভীর আশা প্রকাশ করে বলেন, রাজ্যের ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবেই সম্পূর্ণ হবে।
রাজ্য
বাম গ্রেসের ২৭ আসনের হিসেবে জল ঢেলে দিল তিপ্রা মথা,ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ হলেন বিশ্ববন্ধু
- by janatar kalam
- 2023-03-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this