জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জিবিপি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি টিম হার্টের টিউমারের সফল বিরল অপারেশন সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশন হয়েছে। পশ্চিম নোয়াবাদির বাসিন্দা ৩৫ বছরের রেনু বেগম কয়েক মাস ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন৷ একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে শ্বাসকষ্ট নিয়ে৷ সিটিভিএস ডিপার্টমেন্টে পরীক্ষায় ধরা পড়ে তার হৃদযন্ত্রের বাম প্রকোষ্ঠে বেশ বড় একটি টিউমার সৃষ্টি হয়েছে, যা তার মাইট্রাল ভাল্বকে ব্লক করে রেখেছে। সিটিভিএস বিভাগে তড়িঘড়ি তার অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। সেইমত গত ২০ মার্চ কার্ডিয়াক সার্জন ডাঃ কনকনারায়ন ভট্টাচার্য এর নেতৃত্বে একটি কার্ডিয়াক সার্জারি টিম দীর্ঘ ৬ ঘন্টা ব্যাপী ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সফলভাবে ২০০ গ্রামের এই হার্ট টিউমার বের করে আনেন। মেডিকেল ভাষায় এর নাম কার্ডিয়াক মিক্সোমা। এটি হৃদযন্ত্রের একটি বিরল রোগ। প্রতি কুড়ি লক্ষে একজনের হতে পারে এই হার্ট টিউমার। সহজে হাপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ধড়ফড় এর সাধারণ উপসর্গ হতে পারে। ত্রিপুরা রাজ্যে এই প্রথম সফলভাবে এই অপারেশন সম্পাদিত হয়েছে। অপারেশনের পরে আই সি ইউতে রোগীনি এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন ও খাবার খাচ্ছেন। এই অপারেশন টিমে কার্ডিয়াক সার্জন ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্য ছাড়াও ছিলেন কার্ডিয়াক এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডাঃ মনিময় দেববর্মা, ডাঃ জয়দীপ দেবনাথ, পারফিউশনিস্ট সুজন সাহু, সার্জন এসিস্ট্যান্ট সুদীপ্ত মন্ডল, স্ক্রাব নার্স জাহির হোসেন, সৌরভ শীল, অর্পিতা সরকার, মৌসুমি দেবনাথ, আন্না বাহাদুর জমাতিয়া, এনেস্থিসিয়া টেকনিশিয়ান জয়দীপ চক্রবর্তী, রতন মন্ডল, অমৃত মুড়াসিং কোঅর্ডিনেটর অভিষেক দত্ত, রিচাশ্রী সরকার প্রমুখ। অস্ত্রোপচারে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল আধিকারিক, স্টাফ নার্স ও রোগীর পরিবারকে ডাঃ ভট্টাচার্য ধন্যবাদ জানান। সফল এই অপারেশন বিনামূল্যে হওয়ায় রোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এ সংবাদ জানিয়েছেন।
রাজ্য
জিবিপি হাসপাতালে হার্টের টিউমারের সফল অপারেশন
- by janatar kalam
- 2023-03-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this