জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় আজ উচ্চতর মাধ্যমিক নতুন সিলেবাস এর বিজনেস স্টাডিস / এডুকেশন / ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টস নতুন সিলেবাস এর এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলজি নতুন সিলেবাস এর ইসলামিক হিস্ট্রি পরীক্ষা ছিল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, রাজ্যের মোট ৬৪টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল। আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজ নতুন সিলেবাসের উচ্চতর মাধ্যমিকের বিজনেস স্টাডিস / এডুকেশন / ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টস-এর এডুকেশন ও মাদ্রাসা ফাজিল থিওলজি-র ইসলামিক হিস্ট্রি পরীক্ষায় ৩০,৬০৫ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ছাত্র ১৪,৩৩১ ও ছাত্রী ১৬, ২৭৪ জন। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ৩০,৩৩৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ১৪,২০৩ ও ছাত্রী ১৬, ১৩২ জন। অনুপস্থিতির সংখ্যা ছাত্র ১২৮ ও ছাত্রী ১৪২ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৯.১২ শতাংশ। পর্ষদ সচিব ড. দুলাল দে ও পর্ষদের দুজন ওএসডি জ্যোতির্ময় রায় ও পল্লব কান্তি সাহা আজ কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মোহনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বড়কাঁঠালিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পর্যদের উপসচিব শুভাশিস চৌধুরী বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ও শংকরাচার্য বিদ্যায়তন পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন।
রাজ্য
বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হলো শান্তিপূর্ণ
- by janatar kalam
- 2023-03-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this