জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন এখন অ্যান্টি নার্কোটিকস টাক্স ফোর্স পুলিশ স্টেশন হিসেবেও কাজ করবে। সারা রাজ্য এই পুলিশ স্টেশনের আওতায় থাকবে। একজন ডি এস পি এই পুলিশ স্টেশনের দায়িত্বে থাকবেন। কোড অব ক্রিমিন্যাল প্রসিজার ১৯৭৩ অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন একমাত্র সেইসব ঘটনার তদন্ত করবে যেগুলির জন্য বিশেষ টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন থাকায় সাধারণ পুলিশ স্টেশনের পক্ষে তদন্ত করা সম্ভব নয় কিংবা বিশেষ বিশেষ ক্ষেত্রে ডি জি পি-র অনুমোদনে তা হতে পারে। প্রাথমিক ভাবে অপরাধমূলক ঘটনা বিবেচনা করে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ বা অ্যান্টি নার্কোটিকস টাস্ক ফোর্স দ্বারা সম্পাদিত তদন্তের ভিত্তিতে ডি জি পি-র অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের ও তদন্ত করতে পারে। ত্রিপুরার যে কোন পুলিশ স্টেশনে দায়ের করা মামলার ক্ষেত্রেও ক্রাইম ব্রাঞ্চ পুলিশ টেকনিক্যাল সহায়তা দিতে পারে। ক্রাইম ব্রাঞ্চ-এর ভারপ্রাপ্ত আধিকারিক সমস্ত মামলা ও তদন্তের পর্যালোচনা করবেন কমপক্ষে তিন মাসে একবার। সরকারি গ্যাজেট প্রকাশিত হওয়ার তারিখ থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে।
রাজ্য
ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন অ্যান্টি নার্কোটিকস টাক্স ফোর্স পুলিশ স্টেশন হিসেবেও কাজ করবে,
- by janatar kalam
- 2023-03-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this