2024-12-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে রামনগরে মেগা রক্তদানের উদ্যোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলির রক্তের সংকট দূর করতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহবানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন প্রায় প্রতিদিনই আয়োজন করছে রক্তদান শিবিরের মতো মহতি কর্মসূচি। এবার এধরনের কর্মসূচিতে নিজেদের যুক্ত করতে এগিয়ে এলো বিজেপি সাত রামনগর মন্ডল। আগামী ২৬ শে মার্চ রামনগর মন্ডলের উদ্যোগে এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই শিবিরে ৩০০ ইউনিট রক্ত সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার বিধায়ক শ্রী দত্তের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত, যুব মোর্চার মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, মহিলা মোর্চার মন্ডল সভাপতি ইন্দিরা রায়। গণসংগঠনের নেতৃত্ব দের পাশে রেখে এদিন কর্পোরেটর শ্রী ভট্টাচার্য আরো জানান, রক্তদান শিবিরেই সেদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনবেন কার্যকর্তারা। শিবিরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এছাড়াও থাকবেন আরও বিশিষ্টজনেরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service