2024-12-20
agartala,tripura
রাজ্য

কর্মচারীদের সহযোগিতা পায়নি সরকার :মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ডেন্টাল সার্জেন্ট আমেন্ডমেন্ট বিল পরিবর্তন করে ৭৮ জন চিকিৎসকের জায়গায় ২২৭ জন চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়াও প্রত্যেকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন করে ডেন্টিস্ট দেওয়া হবে।জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে ৫০ আসন বিশিষ্ট ডেন্টিস্ট কলেজ চালু হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি গ্রামীণ হাসপাতালে একজন, প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক দেওয়া হবে, একই সঙ্গে প্রতিটি কমিউনিটি হেলথ সেন্টারে দুইজন, সাব ডিভিশন হাসপাতাল গুলিতে দুইজন করে চিকিৎসক দেওয়া হবে। জেলা হাসপাতাল গুলিতে থাকবে চারজন করে দন্ত চিকিৎসক। রাজ্য স্ত্রী ও হাসপাতাল গুলিতে চিকিৎসা পরিষেবা দেবে ছয় জন চিকিৎসক। এদিকে আলাদা করে ডেন্টাল কলেজে অন্তত ২৫ থেকে ৩০ জন ডেন্টাল চিকিৎসক ও সার্জন নিয়োগ করা হবে। সোমবার জাতীয় স্বাস্থ্য মিশন ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত একদিনের রাজ্যভিত্তিক ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উক্ত ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন কমিউনিটি হেলথ অফিসাররা। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে হিসেবে আয়োজন করা হয়েছিল এই ট্রেনিং প্রোগ্রামের। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আরও বলেন , Face is the index of the মাইন্ড ।একজন মানুষের মুখমন্ডল দেখলেই বোঝা যায় তার মনের ভিতর কি আছে। তাই মুখমণ্ডলকে সুস্থ সবল ও হাসিখুশি রাখার জন্যই পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এদিন মুখ্যমন্ত্রী সমস্ত ডেন্টিস্টদের সরকারের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে উন্নয়ন কাজে সামিল হওয়ার জন্য আহবান করেন , বলেন সরকার আপনাদের দুই হাত ভরে সাহায্য করছে, তবে তার পরেও কেন আপনারা দোদল্লমন্যতায় ভুগছেন। সরকার যা দিচ্ছে তা দিয়ে আপনারা প্রাণ খুলে কাজ করার কথা, কিন্তু সরকার আপনাদের কাছ থেকে তার বিন্দুমাত্র সহযোগিতা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী কর্মচারীদের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেন, আপনারা প্রাণ খুলে সম্মিলিতভাবে সাহায্য করুন সরকারকে, তবেই উন্নয়ন সহজ হবে রাজ্য ও রাষ্ট্রের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service