2024-11-13
agartala,tripura
রাজ্য

কার্যকর্তারাই আমাদের দলের মূল‌ শক্তি,তাঁদের ত্যাগ এবং নিরলস প্রচেষ্টাতেই পুনরায় বিজেপি সরকার গঠন হয়েছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির এবারের জয় মসৃণ ছিল না, কার্যকর্তাদের একনিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টির এই জয় হয়েছে। জয়ের এই ধারা ধরে রাখতে হবে সমস্ত কার্যকর্তাদেরকেই, বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০১৮ সালে ৩০ বছরের বাম দুর্গ ছিন্নভিন্নরে ৪৪টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী ছিল শুধুমাত্র কংগ্রেস আর সি পি আই এম। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী হয়েছে কঠোর ও কঠিন। চিরশত্রু দুই দল কংগ্রেস সিপিআইএম জোট, অপরদিকে পাহাড়ে তিপরা মথা। এই নির্বাচনে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি হয়ে পড়েছিল সাংগঠনিক ভাবে দুর্বল। ফলে পাহাড়ে উত্থান হয়ে পড়েছে তিপরা মথার। এই নির্বাচন বিজেপির কাছে ছিল শক্ত চ্যালেঞ্জ। ফলাফলে বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে ৩২ শে আইপিএফটি এক মিলে আসন সংখ্যা হয়েছে ৩৩। অর্থাৎ গত নির্বাচনের থেকে এবারের নির্বাচনে আসন সংখ্যা কমেছে ১১ টি। বিজেপির একা আসন কমেছে চারটি। যার জন্য প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও বলতে বাধ্য হয়েছে, যে এবারের নির্বাচনে জয়ী হওয়া ততটা মসৃণ ছিল না। জয় এনেছে কার্যকর্তারা। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপি আয়োজিত কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজিব ভট্টাচার্য দলের কার্যকর্তাদের জয় জয়কার ধ্বনি দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সম্বর্ধনা গ্রহণ করে বলেন, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির ঐতিহ্য যে কার্যকর্তাদের মূল্যায়ন এবং তাদের সম্মাননা জানানো। এদিনের সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিংকু রায়, সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service