2024-09-20
agartala,tripura
রাজ্য

২৪ মার্চ থেকে আগরতলা বইমেলা আসছে জি টুয়েন্টি প্রতিনিধিরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৪ মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত ১২ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ৪১ তম আগরতলা বইমেলা।মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক।৩রা এপ্রিল বইমেলা পরিদর্শন করবেন জি-টুয়েন্টির প্রতিনিধিরা। ৪১ তম আগরতলা বইমেলা এবার অন্য মাত্রায় রূপ পেল। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলার মাঠে ১২ দিনব্যাপী আয়োজিত মেলায় ৩রা এপ্রিল মেলা পরিদর্শন করবে জি-টোয়েন্টির প্রতিনিধিরা। শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বইমেলার এক প্রস্তুতি বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তর গুলির সর্বাঙ্গীণ সহযোগিতার আহ্বান রাখেন। বলেন প্রত্যেকের সর্বাঙ্গীণ সহযোগিতায় প্রাণ উজ্জ্বল হয়ে উঠবে বইমেলা প্রাঙ্গণ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিন বৈঠক শেষে আরো জানান, এবারের বইমেলার বিশেষ তাৎপর্য হল জি-টুয়েন্টি বৈঠকের প্রতিনিধিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখবেন।তাদের আতিথেয় পরায়ণতায়বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বইমেলাকে সর্বাঙ্গীণ সার্থক ও আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বইমেলার থিম এখনো নির্ধারণ করা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে এবারের বইমেলার থিম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service