জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্টির কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু সংখ্যক ব্যক্তি আমার নামে অপপ্রচার করছে।আমি তাদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান রাখছি। রামপ্রসাদ বিজেপিতেই আছে বিজেপিতেই থাকবে।স্পষ্ট বার্তা রাম প্রসাদের।সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থীকে হারিয়ে, দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছিলেন সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক রামপ্রসাদ পাল। নিজের জয় এবং দল ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই প্রত্যাশায় ছিলেন মন্ত্রিসভায় আবারও জায়গা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তার এই প্রত্যাশা অপূর্নই থেকে গেল। মন্ত্রিসভায় শ্রী পালের জায়গা না হবার পর থেকেই, বিভিন্ন মহলে নানা গুঞ্জন দেখা দেয়। এর মধ্যেই আবার সামাজিক মাধ্যমে শ্রীপালকে নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। অভিযোগ এবার নাকি তিনি দল ছাড়তে চলেছেন। সামাজিক মাধ্যমে এধরনের অভিযোগের জবাব দিলেন এবার তিনি। বৃহস্পতিবার আগরতলায় নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সামাজিক মাধ্যমের অভিযোগের তীব্র সমালোচনা করে বলেন এই প্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দল ছাড়ার প্রস্তাব নিয়ে কোন ব্যক্তি কাছে আসার সাহস হবে না। রাজ্যে এমন কোন বিরোধী দলের নেতা নেই যে তার সাথে দেখা করে এধরনের প্রস্তাব দেবে। যারা দল ছাড়ার প্রচার করছে তাদেরকে দুশমন বন্ধু হিসেবেই মনে করেন তিনি। একই সাথে এদিন তিনি আরো বলেন যারা ষড়যন্ত্র করছে তারা হঠাৎ করে এসেছে এই পার্টিতে। পার্টিকে রাজ্যে পরিচিতি দেওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। সমালোচকদের জবাব দিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী তথা সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক।রামপ্রসাদ পালের দাবি, ত্রিপুরায় বিজেপির প্রচার প্রসার বিস্তারে রামপ্রসাদ পালও অন্যতম একজন সৈনিক। গুজবে কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
রাজ্য
গুজবে কান দেবেন না,বিজেপিতেই আছি আর বিজেপিতেই থাকবো : রামপ্রসাদ পাল
- by janatar kalam
- 2023-03-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this