জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দল সহ কংগ্রেস সিপিআইএমের মোট ৪৪ জন বিধায়ক দ্বাদশ বিধানসভার বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন। বিধানসভায় নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। পূর্ব ঘোষিত তারিখ অনুসারে বৃহস্পতিবার রাজ্যের দ্বাদশতম বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন নির্বাচিত বিধায়করা। শাসক দলসহ কংগ্রেস সিপিআইএমের মোট ৪৪ জন বিধায়ক এদিন শপথ গ্রহণ করেন। ১৭ মার্চ শপথ গ্রহণ করবে তিপরা মথার নির্বাচিত বিধায়করা। প্রথা অনুযায়ী প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার বিনয় ভুষণ দাস। রাজ্যের দ্বাদশ বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বরাবরই ভালো রয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে। ত্রিপুরারও বাংলাদেশের সাথে একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। এই আত্মার বন্ধন আরো সুবিধা হবে। মুখ্যমন্ত্রী এদিন বাংলাদেশ সফর করারও ইচ্ছা প্রকাশ করেছেন। প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে না পারার জন্য প্রোটেম স্পিকারের কক্ষে শপথ বাক্য পাঠ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা নির্বাচিত বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ দলের ১১ জন বিধায়ক। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন, ৪০ লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে গঠনমূলক যেকোনো কাজে আমরা সরকারের সহযোগিতা করব। পাশাপাশি জনগণের স্বার্থসংশ্লিষ্ট যে কোন ইস্যুতে কংগ্রেস তিপরা মথা এমনকি শাসক দলের সাথেও আমরা সুর মিলাতে প্রস্তুত। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিপিআইএমের জোট সঙ্গী কংগ্রেসের দুই বিধায়কও এদিন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করেননি কংগ্রেসের অপর বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মনের অনুপস্থিতিতে এদিন অনেকের মনেই কৌতুহল ও প্রশ্ন দেখা দিয়েছে। বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা ও প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়। সাংবাদিকদের এক প্রশ্নউত্তরে শ্রী সিনহা জানান, কৈলাশহর এয়ারপোর্ট চালু এবং কৈলাশহরকে রেল লাইনের সঙ্গে যুক্ত করা হবে তার প্রধান কাজ। বিধানসভায় এদিন বিজেপির জোটসঙ্গী আইপিএফটি থেকে জয়ী একমাত্র বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন মন্ত্রি শুক্লাচরণ নোয়াতিয়া। শুক্লা চরণ জানান, বিগত ত্রিশ বছর পর জুলাইবাড়িবাসি একজন মন্ত্রী পেয়েছে। তার প্রধান লক্ষ্য হল জুলাইবাড়ির উন্নয়ন পাশাপাশি আইপিএফটি দলকে শক্তিশালী করা। বিজেপি আইপিএফটি জোট সরকারের দ্বিতীয়বারে বিজেপি বিধায়ক হিসেবে এদিন শপথ গ্রহণ করেন মন্ত্রী রতনলাল নাথ। দ্বাদশ বিধানসভার মন্ত্রিসভায় এবার রতনলাল নাথ মন্ত্রী হয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের। বলেন কৃষি ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন প্রভূত। আগামী দিনে কৃষকদের উন্নয়নেই কাজ করবেন তিনি। প্রসঙ্গত রতনলাল নাথ পূর্বতন জোট মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন।১৭ মার্চের মধ্যেই দ্বাদশ বিধানসভার সমস্ত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান-পর্ব শেষ হবে।১৭ মার্চ শপথ গ্রহণ করবে তিপরা মথার নির্বাচিত সদস্যরা। অধরা রয়ে গেল বিধায়ক সুদীপ রায় বর্মনের শপথ পর্ব।২৪ শে মার্চ শুরু হবে দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশন। অধিবেশন বসবে তিন দিন। শুরু হবে নতুন সরকারের পথ চলা।
রাজ্য
সুদীপ ছাড়া শপথ নিলেন ৪৪ বিধায়ক
- by janatar kalam
- 2023-03-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this