জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের আগে ধনপুরের নির্বাচক মন্ডলীদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে। ধনপুরের উন্নয়নে আমি বদ্ধপরিকর। বিধায়ক পথ থেকে ইস্তফা দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সংসদীয় গণতন্ত্রে রীতি অনুযায়ী একই ব্যক্তির দুটি পদ থাকতে পারে না। ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শ্রীমতি ভৌমিক ২০১৮ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে লড়েছিলেন। সে বছর অল্প কিছু ভোটের জন্য মানিক সরকারের কাছে পরাজয় স্বীকার করেছিলেন প্রতিমা ভৌমিক। তারপরেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছিলেন শ্রীমতি ভৌমিক। তার কর্মতৎপরতা ও ন্যায়নিষ্ঠতায় অল্প কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভাকে আকৃষ্ট করে ফেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় প্রতিমা ভৌমিক কে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অত্যন্ত দক্ষতার সাথে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করে সংসদের নজর কেড়েছিলেন প্রতিমা ভৌমিক। প্রসঙ্গত উত্তর পূর্বাঞ্চল থেকে প্রথম একজন মহিলা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান হয়েছিল প্রতিমা ভৌমিকের। ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে যখন রাজ্য নেতৃত্বরা প্রাথমিক লিস্ট তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায় , তখন কেন্দ্রীয় নেতৃত্ব ফের প্রতিমা ভৌমিককে ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেন। কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে শ্রীমতি ভৌমিক আবার ধনপুর বিধানসভা কেন্দ্রের মাটি আঁকড়ে ধরে দিবারাত্র পরিশ্রম করে মানুষের মন জয় করেছিল। নির্বাচনে সংশ্লিষ্ট এলাকার নির্বাচক মন্ডলী দুহাত ভরে আশীর্বাদ করেছিল প্রতিমা ভৌমিককে।এদিকে বিধিব্যম সংসদীয় রীতি অনুসারে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ধরে রাখতে প্রতিমা ভৌমিককে ছাড়তে হয়েছে বিধায়ক পদ। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বুধবার প্রোটেম স্পিকারের কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন শ্রীমতি ভৌমিক। বলেন নির্বাচনের আগে ধনপুর বাসীদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলি রাজ্য সরকারের সহযোগিতায় পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব আমি। পাশাপাশি তাকে জয়ী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ধনপুরবাসীকে। মন ভারাক্রান্ত না রেখে পুনরায় তাদের আশীর্বাদ কামনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস প্রতিমা ভৌমিকের বিধায়ক পদ থেকে পদত্যাগ পত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। বলেন সংসদীয় গণতন্ত্রে একই ব্যক্তি দুটি পদে থাকতে পারে না বলেই শ্রীমতি ভৌমিক তার বিধায়ক পথ থেকে ইস্তফা দিয়েছেন। বর্তমানে প্রতিমা ভৌমিক নিষ্ঠার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি ধনপুর এলাকার তথা গোটা রাজ্যের উন্নয়নে মনোনিবেশ করবেন তিনি। দেশ সেবায় নিয়োজিত প্রতিমা ভৌমিকের বিধায়ক পদ থেকে পদত্যাগের ফলে শূন্য হয়ে পড়েছে ধনপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ফের উপ নির্বাচন হওয়ার তোড়জোড় শুরু হবে প্রশাসনিক স্তরে।
রাজ্য
বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেও ধনপুরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে : প্রতিমা
- by janatar kalam
- 2023-03-15
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this