2024-12-20
agartala,tripura
রাজ্য

পর্যাপ্ত জল সেচের অভাবে আশারাম বাড়ির কৃষকরা ক্ষতিগ্রস্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক সময় খোয়াই মহকুমার আশারাম বাড়ি নামটি সারা রাজ্যের মধ্যেই পরিচিত ছিল তরমুজ উৎপাদন এবং সবজি উৎপাদনে। সীমান্ত গ্রাম আশারামবাড়ির নাম আজ কেউ শুনতে পায় না। তরমুজ উৎপাদন বন্ধ হয়ে পড়লো আশারামবাড়িতে বহু বছর পূর্বেই। তাছাড়া বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের ক্ষেত্রেও কৃষকরা তেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ একটাই। কৃষিতে জল সেঁচের মারাত্মক সমস্যা এই আশারাম বাড়ি অঞ্চলে। বহু বছর ধরে আশারাম বাড়িতে প্রকৃত কৃষকরা জল সেচের অভাবে কৃষি কাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। সরকারিভাবেও কৃষকদের সাহায্য সহায়তার ক্ষেত্রে তেমন একটা ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। পূর্বতন সরকারের আমলে এই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রিত্ব পেয়েছিলেন মেবার কুমার জমাতিয়া। তিনিও কৃষক স্বার্থে আশারামবাড়ির কৃষকদের কৃষি জমিতে জল সেচের ব্যবস্থা করে দিতে পারেননি। আজ আশারামবাড়িতে ৯০ শতাংশ কৃষি জমি পতিত হয়ে পড়ে রয়েছে। কৃষকরা অভিযোগ তুলছেন পর্যাপ্ত জল সেচের ব্যবস্থা না থাকায় এই কৃষি জমিতে চাষবাস করা যাচ্ছে না। সরকারিভাবেও এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কেউ এগিয়েও আসছে না। তাই বাধ্য হয়েই তারা কৃষিকাজ থেকে সরে যাচ্ছেন।
এ বছরও কিছু সংখ্যক কৃষক আশারামবাড়িতে ডেমি কুমড়া, টমেটো, ডাটা ইত্যাদি সবজি রোপন করেছিলেন। কিন্তু কৃষি জমিতে জলসেচের অভাবে এবারও তারা মার খাচ্ছেন। ডেমি কুমড়ার কিছুটা ফলন হলেও জলের অভাবে টমেটো গাছ, ডাটা গাছ ইত্যাদি সব মরে যাচ্ছে। কঠোর পরিশ্রম ও গাটের পয়সা খরচ করে কৃষকরা যে আশা নিয়ে কৃষি খেতে নেমেছিল তাদের সেই আশাতে এবারও জল ঢেলে দিল একমাত্র সেচ ব্যবস্থা। ক্রমান্বয়ে বিদ্যুৎ না থাকায় এই অঞ্চলে কাঁটাতারের বাইরে থাকা একটি সরকারি পাম্প হাউস চালানো যাচ্ছে না। যার ফলে কৃষি খেতে জলও আসছে না।
আশারাম বাড়ির কৃষকরা জানালেন কৃষিকাজই তাদের একমাত্র রুটি রোজগারের পথ। জনৈক মহিলা কৃষক দীপ্তি তেলেঙ্গা জানালেন জমিতে জল সেচের অভাবের পরও তিনি ডেমি কুমড়ো লাগিয়েছিলেন। ফলন মোটামুটি ভালই হয়েছে। তিনি এই সবজি আগরতলা, তেলিয়ামুড়া, মোহরছড়া, তোতা বাড়ি ইত্যাদি অঞ্চলের বাজারগুলোতে ডেমি কুমড়ো বিক্রি করছেন প্রতিটি ১৯ টাকা করে। কৃষি জমিতে জল সেচের পর্যাপ্ত ব্যবস্থা থাকলে সেই উৎপাদন দ্বিগুণ হত বলে তিনি জানিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service