জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা ক্ষমতায়নের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছে ত্রিপুরা। ষাট সদস্য বিশিষ্ট বিধানসভায় ৯ জন রয়েছেন মহিলা বিধায়িকা। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ত্রিপুরা থেকে মহিলা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন প্রতিমা ভৌমিক।আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় এই প্রসঙ্গ তুলে আনলেন মন্ত্রী টিংকু রায়। আট-ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও। রাজ্যে নির্বাচনী ডামাডোল পরবর্তীকালে মন্ত্রিসভা গঠন ইত্যাদির কারণে সরকারিভাবে এ বছর নারী দিবসের মূল অনুষ্ঠান করা হয়েছে ১৪ই মার্চ। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। শ্রী রায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা ক্ষমতায়নের কথা তুলে ধরেন। বলেন বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে রাজ্যের মহিলারা অনেক গুণ এগিয়ে রয়েছে।বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে গড়ে ওঠা মহিলা কো-অপারেটিভ গুলি পুরুষ পরিচালিত অপারেটিভ গুলির তুলনায় অনেক ভালো চলছে। ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠছেন বিভিন্ন শ্রেণীর মহিলারা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, আমাদের রাজ্যের মহিলাদের ডিজিটালই এবং টেকনোলজিক্যালি এডুকেটেড করে তুলতে হবে। কেননা সারা বিশ্বের মহিলারা এই দুটি শিক্ষাই এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যের মহিলাদের কেউ ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।বর্ণালী গোস্বামী এদিন আরো বলেন রাজ্যে ১৮ সালের পর থেকে নারী নির্যাতনের সংখ্যা অনেক বেশি কমিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী দিনে সমাজের সকল অংশের মহিলারা নারী নির্যাতনের হার আরও দ্রুত হ্রাস করার ব্যাপারে সর্বাঙ্গীণ সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্রী নিবেদিতা ভট্টাচার্য বলেন, মহিলাদের যে সম অধিকার রয়েছে এবং মহিলারা যে সমাজে পুরুষদের সঙ্গের সমতালে পাল্লা দিয়ে কাজ করতে পারে সেই বিষয়গুলি নিয়েই সমাজের বিভিন্ন অংশের মহিলাদের সচেতন করে তোলা হয়েছে। নিবেদিতা এদিন আরও বলেন মূলত মহিলারা যাতে সমস্ত কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে আসে এবং সব কাজে অংশগ্রহণ করে সেটাকে বোঝানোর জন্যই এই জাতীয় আলোচনার আয়োজন করা হয়ে থাকে। এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন সর্মিলা চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা এল রাংখল প্রমূখ।
রাজ্য
মহিলা ক্ষমতায়েনের দৃষ্টান্ত ত্রিপুরা : টিংকু রায়
- by janatar kalam
- 2023-03-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this