রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সহযোগিতায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়, আজ সেই পরিযায়ী শ্রমিকদের পাশে আবারও দাঁড়াল রাজ্য সরকার, তারই পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রকল্পে রাজ্যের উমাকান্ত একাডেমি বিদ্যালয়ে জেলাশাসক ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর হাত দিয়ে রাজ্যে স্থায়ীভাবে থাকা পরিযায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও তাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বই বিতরণ করা হয়. এদিন কর্মসূচি থেকে রাজ্য শিক্ষা মন্ত্রী লকডাউন এর মাঝে ও শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বই তুলে দেওয়ার কর্মসূচিটির ভূয়সী প্রশংসা করেন.
Leave feedback about this