জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাতা বাড়িতে বলি দিতে আনা মহিষের তান্ডবে লন্ডভন্ড একটি বাড়ি ,আহত এক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাইকসহ বেশ কয়েকটি দোকান।মঙ্গলবার ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু থেকে রামজয় রিয়াং নামে এক পুণ্যার্থী মায়ের কাছে মানত হিসাবে বলির জন্য নিয়ে এসেছিল একটি মহিষ।এদিকে মহিষটি রামজয়ের হাত থেকে ফসকে দৌড়ে এলোপাতাড়ি ছুটতে থাকে। আর এই মহিষের তাণ্ডবে পাঁচটি বাইক,বেশ কয়েকটি দোকান সহ একটি বাড়ির কিছু অংশ নষ্ট হয়েছে ।অপরদিকে মন্দিরে পূজা দিতে আসা পুন্যার্থী সহ এলাকার লোকজন ও দোকানীরা ভয়ে দৌড়ে নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করতে থাকে। ঘটনায় বিশ্বজিৎ দাস নামে এক যুবক মাটিতে পড়ে গিয়ে আহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মিঠুন দাস জানান মহিষের তাণ্ডবে তার বাড়ির বেশ ক্ষতি হয়েছে। মাতাবাড়ির এই তাণ্ডব-লীলা দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়ে মহিষটির মালিক রাম জয় রিয়াং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম জয় জানান, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ মহিষটিকে সযত্নে পালিত করে মায়ের কাছে নিবেদন করতে এনেছিল। গরিব অসহায় পরিবার কি করে দেবে এত মানুষের ক্ষতিপূরণ। ঘটনাটি প্রত্যক্ষ করে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর এলাকার যুবকরা মহিষটিকে নিজেদের বাগে এনে জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের পিলারে সাথে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে রাধা কিশোর পুর থানার পুলিশ ।
রাজ্য
বলি দিতে আনা মহিষের তান্ডবে লন্ডভন্ড মাতাবাড়ি
- by janatar kalam
- 2023-03-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this