2024-12-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যানজট সমস্যা নিয়ে বৈঠক করলেন জোনাল চেয়ারম্যান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবি এলাকার যানজট সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করল উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ্চ। রম হুঁশিয়ারি দিল বেআইনি দখলদারদের। ভোটের ধামামা শেষ হতেই এবার নাগরিক পরিষেবা প্রদানে এবার পুরোদমে ময়দানে নেমে পড়ল আগরতলা পৌর নিগম। নাগরিকদের চলমান সমস্যা সমাধানে এখন তৎপর নিগম। আগরতলায় বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল যানজট। ব্যস্ততম এলাকাগুলির প্রধান সড়কের পাশে অবৈধভাবে একাংশ লোক অস্থায়ী দোকান করে ব্যবসা চালিয়ে আসার ফলে রাস্তার প্রশস্ত অনেকটা কমে গেছে। এছাড়া রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ব্যক্তিগত ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দিনের পর দিন রাস্তায় ফেলে রাখার ফলে প্রায় সময় দেখা যায় যানজট। আর এই যানজটের কারণেই ঘটছে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা। তাই শহরের ব্যস্ততম রাস্তা গুলির যানজট মুক্ত করতে দখলকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিয়ে ময়দানে নামতে চলেছে পৌরনিগম। আর সেই লক্ষ্যে সোমবার সপ্তাহের প্রথম দিন পৌর নিগমের উত্তর জোনালের অন্তর্গত জিবি এলাকার পার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসার ও দোকানীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন জোনাল এলাকার কর্পোরেটর হীরালাল দেবনাথ ও স্বপ্না সেনসহ ট্রাফিকের এসপি। বৈঠকে অবৈধভাবে দখলকারীদের কড়া বার্তা দেওয়া হয় যে অবিলম্বে নিজেদের উদ্যোগে জায়গা দখলমুক্ত করার। নতুবা পৌরনিগম এলাকার ব্যস্ততম রাস্তা যানজট মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এদিনের বৈঠক থেকে এমনটাই জানালেন উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service