2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পালিত হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৮১ সালের ১২ই মার্চ তৎকালীন মাদ্রাজে সর্বভারতীয় প্রথম সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয়েছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। দেশের মেয়েদের অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নেই এই সংগঠনের আত্মপ্রকাশ। রবিবার ছিল সংগঠনের প্রতিষ্ঠা দিবস। বিগত দিনের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো নারী সমিতির সদস্যরা। এদিন সংগঠনের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয়, আগরতলা মেলারমাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতিভবন প্রাঙ্গনে। সেখানে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় সহ-সভাপতি রমা দাস। পরে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সংগঠনের রাজ্য সম্পাদিকা সহ উপস্থিত নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service