জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ইন্ডিয়ান আর্মি ত্রিপুরার উদ্যোগে আগরতলা শালবাগান স্থিত আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হলো প্রাক্তন সেনা সদস্যদের নিয়ে সমাবেশ। এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য মূলত রাজ্যে বসবাসরত প্রাক্তন এবং বীর নারীদের কাছে ইন্ডিয়ান আর্মিকে পৌঁছানোর প্রয়াসের বন্ধনকে পুনরুজ্জীবিত করা। এছাড়া অবসর গ্রহণের পরে উপকারী তথ্য আপডেট করে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের তথ্য প্রচার অভিযোগের প্রতিকার এবং বিভিন্ন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে ডকুমেন্টেশনের অসঙ্গতি গুলি কাটিয়ে তোলা। ইন্ডিয়ান আর্মি থেকে অবসর নেওয়ার পর পেনশনসহ অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে নানান জটিলতার সম্মুখীন হন কেউ কেউ। তাই তাদের এই সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান করা যায়, তারও একটা লক্ষ্য এই সমাবেশ। এদিনের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য, পরিবহন ও পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্য
অনুষ্ঠিত হলো প্রাক্তন সেনা সদস্যদের নিয়ে সমাবেশ
- by janatar kalam
- 2023-03-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this