জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ডাক্তার মানিক সাহা। সোমবার দলের জগন্নাথ বাড়ি রোড নির্বাচনী কার্যালয়ে পরিসদীয় বৈঠকে তার নাম প্রস্তাব করেন বিধায়িকা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দ্বাদশ বিধানসভার দ্বিতীয়বার মন্ত্রিসভার গঠনের দাবি নিয়ে পরিষদীয় দলনেতা ডাক্তার মানিক সাহা সপার্ষদ রাজভবনে ছুটে গেছেন। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের পরিষদীয় দলনেতা মুখ্যমন্ত্রী হয়ে থাকেন। সোমবার বি জে পী-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিধায়ক তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন দলের জগন্নাথবাড়ি রোড নির্বাচনে কার্যালয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।পরিষদীয় দলের নেতা হিসেবে ডাক্তার মানিক সাহার নাম প্রস্তাব করেন বিধায়িকা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এই বৈঠকে পরিষদীয় দল নেতার নাম ঘোষণা করেন আসামের ট্রান্সপোর্ট ,এক্সাইজ এবং ফিশারী দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পরিষদিয় দলনেতা নির্বাচিত হওয়ার পর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দ্বিতীয় বি জে পি সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানাতে রাজভবন ছুটে গেলেন ডাক্তার মানিক সাহা। বুধবার এই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হচ্ছে স্বামী বিবেকানন্দ তথা আস্তাবল ময়দানে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাডা। এছাড়া থাকছেন উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীগন সহ আরো বহু ব্যক্তিত্ব।
পরিষদীয় দলনেতা ডাক্তার মানিক সাহা
Leave feedback about this