জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার হলেও ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রে আশানুরূপ সাফল্য পায়নি দল।এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিরোধী জোট।কিন্তু রাজ্যে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিজেপিএবং বিজেপির এই জয়ে মাতলেন বামুটিয়া বিধানসভার ৮ নং বুথ । বামুটিয়া মণ্ডলের ৮ নং বুথের খলা বাড়ি এলাকা থেকে শুরু হয়ে বিজয় মিছিলটি বিভিন্ন এলকা পরিক্রমা করে । মিছিলের নেতৃত্বে ছিলেন বামুটিয়া মণ্ডলের ৮ নং বুথের বুথ সভাপতি মাধবী দাস,বুথ সাধারণ সম্পাদক সুজন দাস, বিশিষ্ট রাজনৈতীক ব্যাক্তিত্ব নিখিলেশ দত্ত সহ অন্যান্যরা।
রাজ্য
হেরেও বামুটিয়ায় বিজয় মিছিল
- by janatar kalam
- 2023-03-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this