জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস নিয়ে সর্বত্রই যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে এখন। এর মধ্যে সবচেয়ে বেশি যেন উদ্বিগ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কারণ আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে চলেছে পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগের দিন ১৫ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। মাধ্যমিক চলবে ১৮ এপ্রিল এবং উচ্চমাধ্যমিক চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা কতটুকু নির্বিঘ্নে সম্পন্ন হবে, তা নিয়ে অভিভাবকরা চিন্তিত থাকলেও মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে ৩৮১১৬ জন ছাত্রছাত্রী। যা গতবারের তুলনায় খানিকটা কম। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ ৪৩৫ জন। এই সংখ্যাটা গেল বছরের তুলনায় সামান্য বেশি। এছাড়া মাদ্রাসা আলিমে ১৩১ জন ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থী রয়েছে ৬২ জন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মাধ্যমিক ১৬২টি জায়গায় ও উচ্চ মাধ্যমিক ১১২ জায়গাতে হবে পরীক্ষা। এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা।
রাজ্য
১৫ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক, ১৬ই মার্চ মাধ্যমিক
- by janatar kalam
- 2023-02-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this