জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বের মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে এই দিনটি। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বেসরকারিভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়েও বিগত দিনের মতো এবার উদযাপিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা হল বহু ভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার রূপান্তরের প্রয়োজনীয়তা। আর এই ভাবনাকে সামনে রেখেই বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়ে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। সকালে জাতির পিতার প্রতিকৃতি ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর ক্রমান্বয়ে চলে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন, দিবসটি উপলক্ষে আলোচনা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়ের সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ , কমিশনের প্রধান সচিব সহ এই রাজ্যের বিশিষ্ট নাগরিকরা।
রাজ্য
বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে পালিত হলো মাতৃ ভাষা দিবস
- by janatar kalam
- 2023-02-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this