2024-12-18
agartala,tripura
রাজ্য

ফলাফল ঘোষণার পর কোন ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না : অজয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র এলাকায় ইতিমধ্যেই সংঘটিত হয়েছে একাধিক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। যা নিয়ে এখন সাধারন মানুষ আতঙ্কগ্রস্ত। ফলাফল ঘোষণার আগেই যেভাবে সন্ত্রাস দেখা দিয়েছে, তা যেন অতীতকে হার মানিয়েছে এবার। রাজ্যের মাটিতে ফলাফলের আগে রাজনৈতিক সন্ত্রাস আগে কখনো কেউ প্রত্যক্ষ করেনি। তাই অনেকের মনেই আশঙ্কা যে ফলাফল ঘোষণা হবার পর এই সন্ত্রাস চরম আকার ধারণ করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করে আগে থেকেই ময়দানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। নতুন করে যাতে আর কোথাও কোন সন্ত্রাস সৃষ্টি না হয় এবং ফলাফল ঘোষণার পর পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে তার জন্য মহকুমা স্তরে চলছে পুলিশের জোরদার তৎপরতা। এবার এমনটাই দেখা গেল সদর আগরতলা শহরে। মঙ্গলবার রাজ্যের অন্যতম প্রধান থানা পশ্চিম থানায় সদরের এসডিপিওর পৌরহিত্যে অনুষ্ঠিত হলো এক সর্বদলীয় বৈঠক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। ছিলেন সদরের অন্তর্গত বিভিন্ন থানা ও ফাড়ি গুলির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরাও। ফলাফল ঘোষণার আগে এবং পরবর্তী সময়ে যাতে সদর এলাকায় কোন ধরনের রাজনৈতিক সন্ত্রাস তৈরি না হয় তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সন্ত্রাস নিয়ে তাদের অভিমত তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সদরের এসডিপিও জানান, ফলাফল ঘোষণার পর কোন ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না। পুলিশ কঠোর হাতেই সন্ত্রাস মোকাবেলা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service