জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন শেষ সমস্ত ধরনের রাজনৈতিক উত্তাপ শেষ। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ কর্মদ্যোগে ঝাঁপিয়ে পড়ুন। আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনের সাহায্য নেওয়ার আবেদন রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী কিরণ গিত্তে। নির্বাচন উত্তর সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে নিজ নিজ কর্মে যোগদান করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজ্যের ২৩ টি মহকুমা সদরে মহকুমা শাসক অফিসে সব রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে শান্তি বৈঠক করেছেন মহকুমা শাসকগণ। আহ্বান একটাই সন্ত্রাস এই রাজ্যের ঐতিহ্য নয়, সন্ত্রাস বন্ধ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিতে বসবাস করার আহ্বান রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্বে। সারা দেশের কাছে যাতে রাজ্যের সুনাম অক্ষুন্ন থাকে তাতে দলমত নির্বিশেষে সবাই নির্বাচন কমিশনার কেস সার্বিক সহযোগিতা করার আহব্বানও জানিয়েছেন। একই আহ্বান রেখেছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক , বলেন, নির্বাচন শেষ মানেই রাজনৈতিক হিংসার সমাপ্তি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকে মিলে মিশে একই সহাবস্থানে থাকার আহ্বান রাখা হল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জেলার সমস্ত নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন , আইন কেউ হাতে তুলে নেবেন না, আপনাদের সেবায় সর্বদায় নিয়োজিত রয়েছে পুলিশ প্রশাসন সহ রাজ্য প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফোন করুন প্রশাসনের কাছে।পশ্চিম জেলাশাসক অফিসে আহুত সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে আইন কেউ নিজের হাতে তুলে নিলে তাকে কঠোর হস্তে মোকাবেলা করবে প্রশাসন।
রাজ্য
শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান কিরণ গিত্তের
- by janatar kalam
- 2023-02-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this