2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিজেপির জয়জয়কার ভোটাধিকার প্রয়োগ করে সুনামি নিয়ে এসেছে রাজ্যের মানুষ : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচিতে শামিল হয়েছে ত্রিপুরার মানুষ। রাজ্যে এবার বিজেপির জয়জয়কার ভোটাধিকার প্রয়োগ করে সুনামি নিয়ে এসেছে রাজ্যের মানুষ। আগেরবারের চেয়ে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। উন্নয়নের নিরিখে এবারের ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে রাজ্যের গণদেবতারা। সকাল সাতটা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট দিয়েছেন মোদি সরকারকে। এবারের ভোট ত্রিপুরায় সুনামিতে পরিণত করেছে গণদেবতারা। আরও বেশি আসন দিয়ে বিজেপিকে ক্ষমতার মসনদে বসানোর জন্য তৈরি হয়েছে মানুষ। আগামী দোসরা ফেব্রুয়ারি বিজেপি জয়ের হোলি খেলবে। সেখানে সকল অংশের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার বিধানসভা নির্বাচনে বিভিন্ন স্থানে আহত কর্মী সমর্থকদের দেখতে জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বলেন বিরোধী সিপিআইএম কংগ্রেস ও অন্যান্য দলের কর্মী সমর্থকরা হতাশায় পড়ে শাসক দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংঘটিত করেছে। আমি তাদের আহ্বান জানাবো সন্ত্রাস না করে, ২ রা ফেব্রুয়ারি বিজেপির জয়ের উৎসবে শামিল হওয়ার জন্য। বিপ্লব কুমার দেব বলেন, সাধারণ ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের নিরিখে স্বতঃস্ফূর্ত সারা দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই প্রথম রাজ্যে জনগণ নির্বিঘ্নে নিজেদের মতাধিকার প্রয়োগ করেছেন।এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় , এই জয় সাধারন মানুষের জয়। শুক্রবার সকাল থেকেই রাজ্যের প্রধান হাসপাতাল জিবি সহ সবকটি জেলা মহকুমা হাসপাতালে ছুটে যাচ্ছেন শাসকবিরোধী দুই দলের নেতৃবৃন্দ। প্রত্যেকের একটাই উদ্দেশ্য দলীয় কর্মী সমর্থকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাদের পাশে থাকার বার্তা প্রদান করা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service