জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ৩৩৩৭টি বুথকেন্দ্রে এক যুগে শুরু হয় ইভিএম-এ ভোট গ্রহণ প্রক্রিয়া। সব কয়টি ভোট কেন্দ্রেই একপ্রকার উৎসবের আমেজে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাতসকালে হাজির হন সাধারন ভোটাররা। এবারের এই নির্বাচনে অন্যতম একটি নজর কাড়া কেন্দ্র হল ৬ আগরতলা। এই কেন্দ্র থেকে টানা বেশ কয়েকবার নির্বাচিত হয়ে আসছেন সুদীপ রায় বর্মন। গেল বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে জয়যুক্ত হন। পরবর্তী সময়ে ফের কংগ্রেসে যোগ দিলে, এবারো কংগ্রেসের টিকেটে সেখান থেকে লড়ছেন তিনি। নির্বাচনী এবার তার প্রধান প্রতিপক্ষ হলেন শাসক বিজেপির পাপিয়া দত্ত। এই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এবার মোট ভোটার রয়েছেন ৫২ হাজার ৬৫৭ জন। গত উপনির্বাচনে ৩১৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সুদীপবাবু। তবে এবারের ফলাফল কি হবে তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের অন্যান্য কেন্দ্রের ভোটারদের মতো এই ৬ আগরতলা কেন্দ্রের ভোটাররাও উৎসবের মেজাজে এদিন প্রয়োগ করলেন তাদের ভোটাধিকার। গণদেবতাদের রায় কার দিকে তা স্পষ্ট হবে আগামী দুসরা মার্চ। তবে শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিদ্যামন্দির স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে কংগ্রেস প্রার্থী শ্রী রায় বর্মন অনেকটা আত্মবিশ্বাসের সুরে জানান, এবারের নির্বাচনী ফলাফলের সর্বকালীন রেকর্ড তৈরি হবে এই কেন্দ্রে। কঠিন নির্বাচন উপনির্বাচনের যখন এত বাধার মধ্যেও উত্তীর্ণ, তখন মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, গণতন্ত্রকে জিয়ে রাখার তাগিদের ভিত্তিতেই রেকর্ড ব্যবধানে জয়ী হবেন তিনি।
রাজ্য
এবারের নির্বাচনী ফলাফলের সর্বকালীন রেকর্ড তৈরি হবে ৬ আগরতলায় : সুদীপ
- by janatar kalam
- 2023-02-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this