2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভোট কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাত পোহালেই শুরু হয়ে যাবে ২০২৩ বিধানসভা নির্বাচনের ভোট দান প্রক্রিয়া। বুধবার সমস্ত ভোট গ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম নিয়ে রওনা দিয়েছে ভোট কর্মীরা। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবের প্রস্তুতি পর্ব চূড়ান্ত। অপেক্ষা গণদেবতাদের। অন্তত এক মাস ধরে রাজ্যে সব কয়টি রাজনৈতিক দলের দৌড়ঝাঁপ ছিল লক্ষণীয়। শাসক বিজেপি দল থেকে শুরু করে কংগ্রেস সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আর এস পি, তৃণমূল কংগ্রেস, উপজাতিভিত্তিক আঞ্চলিক দল তিপরা মথা প্রত্যেকটি দলের প্রচার কর্মসূচি ছিল এবার নজর কাড়া। এবারের নির্বাচন অন্য পাঁচটি নির্বাচনের চেয়ে একটু ভিন্ন ধরনের।কেননা এই প্রথম রাজ্যে এত বেশি সংখ্যক রাজনৈতিক দল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছে। গত কয়েকদিনের টানা প্রচারের পর বর্তমানে নীরবতায় আছে রাজনৈতিক দলগুলি। কেননা নির্বাচনের 48 ঘন্টা আগেই সরব প্রচার শেষ হয়ে যায়। ভোট কর্মীরা রওনা দিয়েছে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রত্যেকটি পোলিংস্টেশানে কড়া নিরাপত্তা বলয়ের মাধ্যমে ভোট গ্রহণের জন্য তৈরি হয়েছে ভোট কর্মীরা। জানিয়েছেন জনৈক্ ভোট কর্মী। ১৬ ফেব্রুয়ারি ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টানা 16 দিন অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার জন্য। এই সময়ে ইভিএম মেশিনগুলি সুরক্ষিত রাখার জন্য থাকবে করা নিরাপত্তা বলয়। তার জন্য প্রশাসনের তরফে নিয়ে রাখা হয়েছে চূড়ান্ত প্রস্তুতি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service