জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচনের সরব প্রচারের অন্তিম লগ্নে সব রাজনৈতিক দলই তাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে। এক্ষেত্রে যেন পিছিয়ে নেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী তথা রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনও। রামনগর কেন্দ্রের নির্দল প্রার্থী শ্রী রায় বর্মনকে সরাসরি সমর্থন জানালেন বাম ও কংগ্রেস। তাই দুই দলের কর্মী সমর্থক ও নিজের অনুগামীদের নিয়ে প্রতিদিনই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি চলছে মিছিল সভা। শনিবার ফের আরো একবার এমনটাই দেখা গেল। এদিন কের চৌমুনী এলাকা থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি আরেক প্রস্থ প্রচার সেরে নিলেন তিনি।
রাজ্য
রামনগর আসনটি ছিনিয়ে আনতে মরিয়া প্রয়াস পুরুষোত্তমের
- by janatar kalam
- 2023-02-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this