জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৮ তে একবুক স্বপ্ন নিয়ে মানুষ ২৫ বছরের বামশাসনের অপশাসন ঘটিয়েছিলেন। কিন্তু পাঁচ বছরে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। আর আক্রমণে, প্রতিহিংসায় রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে কলঙ্কিত করেছে। এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস শুক্রবার কমলপুর টাউন হল প্রাঙ্গণে কমলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন দে সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন অভিষেক স্বদলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এ রাজ্যে বিজেপি সরকারের পাঁচ বছরের রিপোর্ট কার্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ডের তুলনা করলে বিজেপি ল্যাজেগোবরে হবে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। শিক্ষা, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা , পরিকাঠামো সহ সবক্ষেত্রে ব্যর্থ। বাংলার মতো এ রাজ্যেও কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প হবে না কেন? বাংলায় যা হয়েছে এখানেও হবে। আপনরা জোট বাঁধলে এ রাজ্যে মা মাটি মানুষের সরকার হবে। আপনাদের স্বার্থে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো দরকার। আর এ কাজ তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দল পারবে না। আর তৃণমূলের সরকার গঠিত হলে এই রাজ্য থেকেই আপনাদের সরকার চলবে। দিল্লী থেকে রিমোট কন্ট্রোলে চলবে না। আর আমরা যা বলি তা করে দেখাই। আমাদের ভয় দেখিয়ে আক্রমণ করে রুখে দেওয়া যায় না”।
রাজ্য
আমাদের ভয় দেখিয়ে আক্রমণ করে রুখে দেওয়া যায় না : অভিষেক
- by janatar kalam
- 2023-02-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this