2024-12-16
agartala,tripura
রাজ্য

মানুষ ঐক্যবদ্ধ ভাবে জনবিরোধী এই সরকারকে উৎখাত করতে একজোট হয়েছেন : মোহাম্মদ সেলিম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। শুক্রবার দুপুর দেড়টায় উত্তর জেলার ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর বাজারে সিপিআই (এম) কংগ্রেস দলের জোট প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথের সমর্থনে সাড়া জাগানো এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের জনসভার মধ্যমনি ছিলেন পশ্চিমবঙ্গের সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। এদিনের জনসভার মধ্যমনি মোহাম্মদ সেলিম বক্তব্য রাখতে গিয়ে বিজেপি দলকে এক হাত নেন। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর গুন্ডা রাজ চালাচ্ছে।৫৮ মাসের এই সরকারের শাসনে রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন।তাই মানুষ ঐক্যবদ্ধ ভাবে জনবিরোধী এই সরকারকে উৎখাত করতে একজোট হয়েছেন।আর এই সরকারকে গদিছ্যুত করতে যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বামগ্রেস প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। এদিনের নির্বাচনী জনসভায় মহম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন, সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত,প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ, কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service