2024-12-18
agartala,tripura
রাজ্য

বড়জলা বিধানসভায় দ্বিতীয় বারের জন্য বিধায়ক হতে চলেছি : ডাক্তার দিলীপ দাস

রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে চষে বেড়াচ্ছেন বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে প্রার্থীদের হয়ে ঝড়োপ্রচার সংঘটিত করছেন। দিকে দিকে চলছে এখন প্রকাশ্য জনসভা। আর এই জনসভা গুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি তুলে ধরে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এতেও যেন স্বস্তি পাচ্ছেন না তারা। তাই এবার সরাসরি ভোটারদের দরজায় নেমে পড়লেন দলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সাতসকালে এমনটাই দেখা গেল চার বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন নগর ও গোয়ালাবস্তি এলাকায়। এই কেন্দ্রে এবার লড়াই হবে দিমুখী। শাসক দল বিজেপির হয়ে এবারও লড়ছেন বর্তমান বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। কিন্তু লড়াইটা যেহেতু দ্বিমুখী তাই অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন শাসকপ্রার্থী। বিষয়টি অনুধাবন করতে পেরে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতাদের উপস্থিতিতে বেশ কয়েকটি প্রকাশ্য জনসভা সংঘটিত হয় এই কেন্দ্রে। এরপরেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ডক্টর দাস। তাই এবার কেন্দ্রীয় নেতাদের সরাসরি রাস্তায় নামালেন তিনি। ডক্টর দাসের হয়ে এবার বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন দলের এসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লালসিং আরিয়া। প্রার্থীর ডক্টর দাস ও কর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকালে নতুন নগর ও গোয়ালাবস্তি এলাকায় ভোটারদের বাড়িতে ছুটে যান তিনি। ভোটারদের কাছে গিয়ে বিনম্র চিত্তে তিনি আহ্বান জানান দলীয় প্রার্থীকে বিপুল ভোটে পুনরায় জয়যুক্ত করার জন্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service