2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ইশতেহার প্রকাশ আমরা বাঙালির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিশ্রুতির ঢালী নিয়েই রাজ্যে সবকটি রাজনৈতিক দল এখন ভোট প্রচারের ময়দানে।প্রশাসনিক ক্ষমতা দখলের লক্ষ্যে গণদেবতাদের মন জয় করতে ইতিমধ্যেই সব কঠিন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। যে ইসতেহার গুলিতে রয়েছে ভোটারদের জন্য লোভনীয় নানা অফার। ডানবান থেকে শুরু করে শাসক দল ইতিমধ্যেই পৃথক পৃথকভাবে তারা তাদের ইস্তাহার তুলে ধরেন জন সম্মুখে। এবার খানিকটা দেরি হলেও ভোটের প্রাক মুহূর্তে ইস্তাহার প্রকাশ করলো আমরা বাঙালি দল। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বাঙালি ২৬ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের স্বার্থে কি কি কাজ করা হবে তা তুলে ধরা হয়েছে ইস্তাহারে। ইস্তাহারে মোট ২৯ টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা বাঙালির তরফে। এর মধ্যে অন্যতম হলো ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, বাঙালি জনজাতিদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি। শুক্রবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলীয় ইশতেহার প্রকাশ করলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি এদিন নির্বাচনে দলীয় ইস্তাহারের আনুষ্ঠানিক প্রকাশ করে রাজ্যের গণদেবতার কাছে আহ্বান রাখেন ইসাহারে দেওয়া প্রতিশ্রুতি গুলি বাস্তবায়নের জন্য আমরা বাঙালি দলের প্রার্থীদের জয়যুক্ত করার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service