2024-12-20
agartala,tripura
রাজ্য

পোস্টাল ব্যালোটে ভোট গ্রহণ প্রক্রিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের আগে ভোট গ্রহণ করা হল রাজধানীর শিশু বিহার স্কুলে। সদর মহকুমার আটটি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার। এই ভোট গ্রহন প্রক্রিয়া চলবে ৮,৯,১০,-১১,-১২- পাঁচদিনব্যাপী। পোস্টাল ব্যালাটে যারা ভোট দেবেন অর্থাৎ ভোট কর্মী, পুলিশ, টিএসআর, ড্রাইভার, ক্লিনার প্রমুখড়া এই পাঁচদিন নির্ভীঘ্নে নিজেদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। প্রসঙ্গত সদর মহকুমায় প্রায় সাতশোর উপরে পোস্টাল ব্যালটের ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোট দান প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তার জন্যই নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণের এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service