জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস আর কমিউনিস্ট এক কাট্টা হয়েছে আবার ত্রিপুরাকে ডুবানোর জন্য। কমিউনিস্ট হচ্ছে ক্রিমিনালের দল আর কংগ্রেস হচ্ছে করাপ্ট দল। একদল ঘোটালা করে আরেকদল ঘাপলা করে। কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কংগ্রেস কমিউনিস্টদের কালো দিন কি আপনারা আবার ফিরিয়ে আনবেন ? জনতার কাছে প্রশ্ন ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত পঞ্চাশ বছরে একাধারে এই রাজ্যে কমিউনিস্টরা শাসন করেছে ৩৫ বছর আর কংগ্রেস করেছিল বাকি ১৫ বছর। এই দুই দল মিলে সারা রাজ্যের মানুষগুলিকে সাগরে ডুবিয়ে গিয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার এই রাজ্যের আমজনতার বাক স্বাধীনতা খুলে দিয়েছে। কর্মচারীদের সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে, বাসস্থানের জন্য গৃহ পানীয় জলের জন্য বাড়ি বাড়ি নল পৌঁছে দিয়েছে। উগ্রপন্থী সমস্যা থেকে শুরু করে রিয়াং শরণার্থী সমস্যা সবকিছু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে শেষ করেছে ভাজপা সরকার। খোয়াইয়ে বিজেপি আইপিএফটি প্রার্থীদের প্রচারে গিয়ে এই বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন ২০১৬ থেকে ১৮ সাল মাত্র 2 বছরে আড়াইশো বিজেপি কর্মী সমর্থক কে খুন করেছে কমিউনিস্টরা। তারা আবার রাজ্যে সেই কালো দিন ফিরিয়ে আনতে চাইছে। অমিত শাহ বলেন, ফের একবার কংগ্রেস আর কমিউনিস্ট রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালিয়েছে। তাদের হাত থেকে রক্ষা পেতে সিদ্ধান্ত নিতে হবে জনতার।কেন্দ্রীয় মন্ত্রীর জনসমাবেশ ও রোড শো-কে কেন্দ্র করে এদিন শান্তির বাজার থেকে খোয়াই সর্বত্র দেখা দিয়েছে জনতার উচ্ছ্বাস। জাতী উপজাতি উভয় সম্প্রদায়ের লোকরা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের কথা শোনার জন্য অপেক্ষায় ছিল। জনজোয়ারে ভেসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা ও রোড শো।
রাজ্য
ঘোটালা আর ঘাপলার দল একসাথে :অমিত শাহ
- by janatar kalam
- 2023-02-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this