2024-12-19
agartala,tripura
রাজ্য

ঐক্যবদ্ধ হয়েছি বিজেপিকে উৎখাত করার জন্য : জিতেন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস সিপিএম চির প্রতিদ্বন্দ্বী তবুও আজ হাত মিলিয়েছি যুগের তাগিদে , মানুষের মুক্তির তাগিদে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সোমবার যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন পি সি সি সভাপতি বীর জিত সিনহা। বামফ্রন্টের পক্ষে .সি পি আই এম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বললেন আমাদের মধ্যে মতাদর্শগত ফারাক আছে ,আগামী দিনেও থাকবে। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়েছি বিজেপিকে উৎখাত করার জন্য। গত ২৫ শে জানুয়ারি সিপিআইএমের কৈলাশহরের বিধায়ক মবস্বর আলী বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছে বলে বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার ঘোষণা করেছে। অথচ তিনি অবিষ্ণুর মত কাজ করেছেন। এদিকে ৩০ জানুয়ারি পর্যন্ত তার বেতনও দিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে হল আইন মন্ত্রী রতন লাল নাথের হাত। আগরতলা প্রেসক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন সি পি আই এমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাঁচ বছরে কংগ্রেসের ৪৪ টি অফিস কোথাও ধুলিস্যাৎ করা হয়েছে , কোথাও দখল করে নিয়েছে বিজেপি। সি পি আই এমের ৪ শতাধিক অফিস ভাঙ্গা হয়েছে , আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা দখল করে নেওয়া হয়েছে… যা গণতন্ত্রের জন্য বিপদজনক। গোটা রাজ্যে এক ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। মানুষ এখন তৈরি হয়ে আছে।যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। এই দুই দলেরই শাসনের অতীত রাজ্যবাসীর অজানা নয়। একদল অপর দলকে কিভাবে পাঁচ বছর এবং ২৫ বছরে রক্তাক্ত করেছিল সেই ইতিহাস স্মরণ করে আজও উভয় দলের কর্মী-সমর্থকদের ভেতরে ভেতরে নিশ্চয়ই রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু ক্ষমতার সাধ পেতে এখন আবার উভয় দলই জোট বেঁধেছে। যেন কিছুই হয়নি। তবে মানুষ মনে করছে না তাদের মধ্যে মধুচন্দ্রিমা হবে বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service