2024-12-16
agartala,tripura
রাজ্য

প্রবঞ্চক ও ঠকবাজদের দল বিজেপি :মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি আইপি একটি জোট সরকারের আমলে ২২ থেকে ২৫ হাজার শূন্য পদ খালি হয়েছে। তারা মিথ্যা কথা বলেছিল বামফ্রন্ট আমলে পঞ্চাশ হাজার শূন্য পদ খালি ছিল। বামফ্রন্ট প্রতিবছর ১৬ থেকে ১৭ হাজার শূন্য পদ পূরণ করেছিল। বক্তা বিরোধীদল নেতা মানিক সরকার। ২০১৮ বিধানসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানুষকে ভুলভাল বুঝিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা দখল করেছিল। বিশেষ করে ১০৩২৩ শিক্ষক কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের পরিবার-পরিজনদের মন গলিয়ে ভোট আদায় করেছিল। বিভ্রান্ত হয়ে যারা তাদেরকে ভোট দিয়ে সরকারে প্রতিষ্ঠিত করেছিল, তারা আজ নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থনা করছে। শূন্য পদের সংখ্যা নিয়েও এই সরকার রাজ্যের জনগণের সাথে প্রতারণা করে চলেছে। আমবাসায় সিপিআইএম কংগ্রেস জোট প্রচারে গিয়ে জনগণের উদ্দেশ্যে এই বক্তব্য রাখছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। মানিক সরকার বিজেপি দলকে তীব্র কটাক্ষ করে আরও বলেন , এই সরকার ঠকদের সরকার, প্রতারকদের সরকার, প্রবঞ্চকদের সরকার। মানুষকে বিভ্রান্ত করে ২০১৮ সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছেন। শ্রী সরকার বলেন, এই সরকার নির্বাচনের আগে মানুষকে বুঝিয়েছিল বিজেপিকে ভোট দিলে হাঁসের পেটে 100 সোনার ডিম পাওয়া যাবে, কিন্তু ভোটের পর সাধারণ মানুষ দেখতে পেল একটি ডিম পাওয়া গেল না, উল্টো হাসটি কেউ হারাতে হল। আমবাসায় এদিন বিরোধী দলনেতা গিয়েছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী অমলেন্দু দেববর্মার প্রচারে ঝড় তুলতে। যদিও এই কেন্দ্রে অনেক আগেই প্রচারে ঝড় তুলেছে শাসক বিজেপি দল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service