2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দশ অঙ্গীকারে টিএমসি-র ইশতেহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই তৃণমূল কংগ্রেস রবিবার ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশ করলো ঢাউস ইশতেহার। এতে রয়েছে দশটি অঙ্গীকার। এদিন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ইশতেহারের মলাট উন্মোচনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু , স্বাস্থ্যমন্ত্রী শশী পাজা , রাজ্যের ইনচার্জ রাজিব বন্দ্যোপাধ্যায় , সাংসদ সুস্মিতা দেব এবং প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাস। এতে বলা হয়েছে এই ১০ টি অঙ্গীকার রাজ্যবাসীর সীমাহীন প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। সহানুভূতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের মডেলটি বাস্তবায়ন করতে চাই যা একটি দুর্দান্ত প্রশাসনিক সাফল্য হবে। রাজিব বন্দ্যোপাধ্যায় বলেন ত্রিপুরার ভবিষ্যৎ সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service