2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিপুরা সফরে আসছে অমিত শাহ, খোয়াই বিমানবন্দরে মাঠ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি প্রার্থীর সমর্থনে আগামী সোমবার খোয়াই বিমানবন্দরে মাঠে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই জনসভার স্থানটি পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আসন্ন ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার ৬ই ফেব্রুয়ারি দুপুরে খোয়াই বিমানবন্দর মাঠে দলীয় ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে একটি জনসভায় অংশগ্রহণ করতে আসছেন। ঐদিন জনসভায় অমিত শাহ ছাড়া জনসভায় উপস্থিত থাকবেন মহেন্দ্র শর্মা, মহেন্দ্র কুমার সিং, সন্দীপ পাত্রা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। উনার জনসমাবেশকে সফল করে তোলার লক্ষ্যে শনিবার বিকেল ৪ ঘটিকায় মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা হেলিকপ্টারে করে খোয়াই বিমানবন্দর মাঠে সমাবেশস্থল পরিদর্শনে আসেন। মাঠ পরিদর্শনকালে উনার সাথে উপস্থিত ছিলেন জনজাতির মোর্চার সভাপতি এম পি সমীর ওরাং, রাজ্যের যুব মোর্চার সভাপতি নবাদল বণিক খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত মজুমদার, খোয়াই জেলার তত্ত্বাবধায়ক সভাপতি সমীর দাস,তাপস দাস সহ আরো অনেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ জি- এরা আমাদের অভিভাবক। ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অমিত শাহ জি শান্তিরবাজার এবং খোয়াইতে দুটি সমাবেশে অংশগ্রহণ করবেন করবেন। নির্বাচনী প্রচার হিসেবে প্রথমে অমিত শাহ ঐদিন প্রথমে শান্তির বাজারে জন সমাবেশে অংশগ্রহণ করবেন সেখান থেকে ফিরে এসে দুপুরে খোয়াই বিমানবন্দর মাঠে খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুব্রত মজুমদারের সমর্থনে জনসমাবেশে অংশগ্রহণ করবেন। তাই খোয়াইতে অমিত শাহের জনসভার প্রাক্কালে পুরো ব্যবস্থাপনার খোঁজখবর নিতেই তিনি খোয়াই বিমানবন্দর মাঠে এসেছেন বলে জানান। মাঠ পরিদেশন শেষে পুনরায় হেলিকপ্টারে চড়ে আগরতলায় ফিরে যান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service