জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস এবং সিপিআইএম দুই ফেইল মার্কা ছাত্র এক জায়গায় জোট হয়েছে। দুইদলের খুনা খুনি এখনও মানুষ ভুলেনি, কথায় আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই হচ্ছে কংগ্রেস সিপিআইএমের আসল রূপ, তির্যক মন্তব্য করলেন সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় নেত্রী মাহফুজা খাতুন। বিশালগড় ঘনিয়ামারা স্কুল মাঠে বিজেপির এক বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়।শনিবার দুপুরে ঘনিয়ামারা স্কুল মাঠে বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত দেবর সমর্থনে বিজয় সংকল্প জনসভায়। বক্তব্য রাখতে গিয়ে মাহফুজা খাতুন , সিপিআইএমও কংগ্রেসকে তির্যক আক্রমণ করেন। সংখ্যালঘু মোর্চার নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মাহফুজা খাতুন, ১৬ই ফেব্রুয়ারি যে নির্বাচন ,সেই নির্বাচনে বিশালগড়ের যুব আইকন সুশান্ত দেবকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখন। বিশালগড়ের বিধায়ক ভানু লাল সাহাকেও এদিন একহাত নিয়েছেন মাহফুজা খাতুন। বলেন করোনার দুই বছর এখানকার বিধায়ক পালিয়ে বেরিয়েছেন এলাকার মানুষের উন্নয়নে কোন ভূমিকা নেই তার। মাহফুজা খাতুনএদিন তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারকে। বলেন মানিকবাবু আগেই বুঝে গেছে সিপিএম এইবার চূড়ান্তভাবে হাড়িতেছে। তাই তিনি আগে থেকেই নির্বাচন থেকে পালিয়ে বেরিয়েছেন। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম মিয়া মজুমদার, সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি ফেরদৌস মিয়া, সংখ্যালঘু মোর্চার সিপাহীজলা উত্তরের সভাপতি স্বপন মিয়া সহ বিশালগড়ের বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত দেব ।
রাজ্য
মানিকবাবু আগেই বুঝে গেছে সিপিএম এইবার চূড়ান্তভাবে হাড়িতেছে : মাহফুজা খাতুন
- by janatar kalam
- 2023-02-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this