2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পাপিয়া দত্তের হয়ে প্রচারে নামলেন খ্যাতনামা সুপারস্টার মিঠুন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শাসক দল বিজেপির হয়ে ভোট প্রচারের ময়দানে নামলেন রুপালি পর্দার খ্যাতনামা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। টানা দুই দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীদের হয়ে ময়দান চষে বেড়াচ্ছেন তিনি। শনিবার সকালে এমনটাই দেখা গেল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে। রাজ্যের নজর কাড়া অন্যতম একটি কেন্দ্রে এবার শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। শ্রীমতি দত্তের হয়ে এদিন রোড শোতে অংশ নিলেন চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তী। ইন্দ্রনগর বাজার থেকে সুসজ্জিত গাড়িতে দলীয় প্রার্থী পাপিয়া দত্তকে সাথে নিয়ে এদিন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন মিঠুন। আর এভাবে মিঠুনকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই বিজেপি দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। ভোটকে কেন্দ্র করে মিঠুনের রোড শো যেন অনেকটাই বাড়তি মাইলেজ পেল শাসক দলের মনোনীত প্রার্থী। যদিও এর প্রভাব ইভিএমে কতটুকু পরে, তা বুঝা যাবে আগামী ২রা মার্চ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service