2024-12-19
agartala,tripura
রাজ্য

সিপিআইএম কংগ্রেসের নৌকায় জল ঢুকছে:শুভেন্দু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম কংগ্রেসের নৌকা ফুটু হয়েছে, জল ঢুকছে, তাই মানিক সরকার আর ডুবন্ত নৌকায় ওঠেনি, এবার জিতেন্দ্র চৌধুরীকে নৌকায় উঠিয়েছে ডুবিয়ে মারার জন্য বললেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কমলসাগর বিধানসভার সেকেরকোট বাজারে বিজেপির জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রী অধিকারী বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কংগ্রেসকে একপ্রকার তোলাধোনা করেন, বলেন, কংগ্রেস সিপিআইএমের কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত কোন এজেন্ডা নেই। তাই কংগ্রেস বলছে সিপিআইএমের সঙ্গে জোট হয়নি,, হয়েছে আসন সমঝোতা আর সি পি আই এম এক ধাপ এগিয়ে বলছে, বিজেপিকে উৎখাত করতে বাম কংগ্রেস একত্রিত লড়াই। শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিপ্লব কুমার দেব, ড: মানিক সাহার প্রকল্পগুলির সুবিধা হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে উপলব্ধ হয়েছে রাজ্যে। সুতরাং রাজ্যের বিকাশকে এগিয়ে নিয়ে যেতে পুনর্বার বিজেপিকেই ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এদিনের জনসভাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ওবিসি মোর্চার সমীর রঞ্জন ঘোষ প্রার্থী অন্তরা দেব সরকার সহ কমালাসাগর মন্ডল যুব মোর্চার সমস্ত কার্যকর্তারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service