জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বসেছে কংগ্রেস সভাপতি ও সিপিআইএম রাজ্য সম্পাদক। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার বাসভবনে বসেছে গুরুত্বপূর্ণ এই স্ট্রেটেজি বৈঠক। প্রথমে জোট তারপরে রাম ধাক্কা। পরে আবার মিলেমিশে একাকার। ক্ষোভের বসে কংগ্রেস প্রথমে ১৯ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, অপরদিকে সিপিআইএম দলও ৪৭ টি উপরে আরও বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথমে ঘোষণা দেওয়া জোটের এই জট দেখে সারা সারা রাজ্যেই কংগ্রেস সিপিআইএমের দলত্যাগের হিড়িক পড়েছিল। যাইহোক মান বাঁচাতে শেষমেষ বৃহস্পতিবার দুই দলের নেতৃত্বরা যৌথভাবে পৃথক পৃথক বিবৃতি প্রকাশ করে সিপিআইএম কংগ্রেস এক এবং অভিন্ন ঘোষণা করেছে। শুক্রবার সকালেই প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার বাড়িতে জোটের রণকৌশল ও প্রচারের স্ট্রেটিজি ঠিক করতে ছুটে আসেন সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন দুই নেতার করমর্ধনে মুখে উজ্জ্বল করে উঠে হাসি। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান , মূলত প্রচারের রন কৌশল ঠিক করতেই তাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক। কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ প্রসঙ্গ জিজ্ঞেস করতেই প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা জানান , কংগ্রেস সিপিআইএম গভীর জলের একই নৌকায় পাঁচ দিয়েছে। দুই দলের যে সমস্ত কর্মীরা তার বিরোধিতা করবে তারাই নৌকাডুবিতে মারা যাবে। এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর মুখেও শোনা গেল একই সুর। জিতেন্দ্র চৌধুরী বলেন , সিপিআইএম কংগ্রেসের আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে এখন চলছে দ্বিতীয় পর্বে প্রচার নিয়ে আলোচনা , আর শেষ আলোচনা তো ফাইনাল ভোট। একই মঞ্চে দেখা যাবে দুই দলের নেতৃত্বকে। এই দিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, কিভাবে প্রচারকে আরও তৃণমূল স্তরে নিয়ে পৌঁছানো যায় সে বিষয়গুলোর উপর গ্রেফতারক করা হবে আজকের বৈঠকে। দুইদলের শীর্ষস্তরিও নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই বৈঠকের পরেই শুক্রবার থেকে একই মঞ্চে দেখা যাবে সিপিআইএম কংগ্রেসকে। তৃণমূল স্তরের কর্মীদের বার্তা দিতেই মূলত এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
রাজ্য
বিরজিৎ জিতেনের স্ট্রেটেজি বৈঠক
- by janatar kalam
- 2023-02-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this