জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণদেবতাদের মন জয় করে তাদের ভোট নিজেদের অনুকূলে নেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রতিদিন ভোটারদের বাড়িতে ছুটে বেড়াচ্ছেন এখন শাসক থেকে শুরু করে ডান বাম সব দলের প্রার্থীরা। তবে এক্ষেত্রে যেন বিরোধীদের টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে শাসকদলের মনোনীত প্রার্থীরা। কেউ জয় ধরে রাখতে, আবার কেউ কেউ বিরোধীদের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়ে নিজের জয় সুনিশ্চিত করতে এখন তৎপর। প্রত্যেকেই প্রচারে নেমে গণদেবতাদের কাছে তুলে ধরছেন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি। বুধবার সকালে এমনটাই দেখা গেল চার বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালাবস্তি এলাকায়। এই কেন্দ্রে এবারও বিজেপি দলের প্রার্থী বর্তমান বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। তাই নিজের জয় অটুট রাখতে প্রতিদিনই কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন তিনি। বিরোধীদের কোথাও এক ইঞ্চি জমিও ছাড়তে যেন নারাজ। বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে ভোটারদের বিভিন্ন সমস্যার সম্পর্কে যেমন অবগত হবার চেষ্টা করছেন তিনি, তেমনি সেই সমস্যা গুলি দ্রুত সমাধানেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের তথ্যসমৃদ্ধ রিপোর্ট ভোটারদের হাতে তুলে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের কাছে কাতর আবেদন রাখছেন বিধায়ক ডক্টর দাস।
রাজ্য
ভোটে জেতে এলাকার সমস্যা গুলি দ্রুত সমাধানেরও প্রতিশ্রুতি ডা: দিলীপ কুমার দাসের
- by janatar kalam
- 2023-02-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this