2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রকাশ্যে প্রেম চলছে সিপিএম কংগ্রেসের :রাজিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিএম আর কংগ্রেস আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতো এখন প্রকাশ্যে প্রেম করছে দুই দল। তাই তাদের জোট না ভোট সেটা বলা বড় মুশকিল।মঙ্গলবার সকালে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে নেমে সিপিআইএম কংগ্রেস সম্পর্কে তির্যক মন্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্জি বলেন, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার আর কোন মুখ নেই। মানুষ তাদের আগেও বর্জন করেছে এবারও বর্জন করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service