2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিজেপির মনোনয়ন জমাতেই বিজয় উচ্ছ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন পুরাতনের সংমিশ্রনে সদর ও মোহনপুর মহকুমায় মনোনয়নপত্র দাখিল করল বিজেপি প্রার্থীরা। দলীয় প্রার্থীদের নিয়ে এ দিন মেতে উঠেছেন কর্মী সমর্থকরা। সদর মহাকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র দাখিল করেছে ৪ বড়জলা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ দিলীপ দাস। এদিন বড়জলা স্কুলের সামনে থেকে এক সুবিশাল রেলি করে মনোনয়ন পত্র জমা দিয়েছে ডা : দিলীপ দাস। জানান মানুষই আমাদেরকে জয়ী করার জন্য তৈরি হয়ে রয়েছেন , মানুষ বড়জলা কেন্দ্রে দ্বিতীয়বার বিজেপি প্রার্থীকে জয়ী করানোর জন্য তৈরি হয়ে আছে |এদিকে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ চাকমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসারের কাছে। এদিন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরার নেতৃত্বে বিশাল মিছিল করে বিকাশ চাকমা নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এদিন সূর্য মনি নগর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন রামপ্রসাদ পাল। কত বিধানসভা নির্বাচনের ভোটের চেয়ে দ্বিগুনা ভোট পেয়ে এবার জয়ী হবেন রামপ্রসাদ দাবি করলেন জোড় গলায়। অপরদিকে মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল মিছিল নিয়ে মোহনপুর মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র দাখিল করেছেন রতনলাল নাথ। দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাথ বলেন জয় নিশ্চিত, অনিশ্চিত শুধু কত বেশি ভোটে জয়ী হবে। নমিনেশন দাখিল করলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সুচিত্রা দেববর্মা। মনোনয়ন দাখিল করার পূর্বে দলীয় জেলা কার্যালয় থেকে সুসজ্জিত এক মিছিল বের করে। ব্যান্ডের তালে তালে সুসজ্জিত মিছিলটি আমবাসা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদের মিছিলে প্রায় তিন হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিল। জয় নিয়ে ১০০% আশাবাদী প্রার্থী সুচিত্রা দেববর্মা। এদিকে ৫৯-পেচারথল বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছে সান্তনা চাকমা। শ্রীমতি চাকমা এদিন দাবি করেন উপজাতি এলাকার উন্নয়নের স্বার্থেই মানুষ তাকে জয়ী করবে। দিনভর বিজেপি দলের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আমবাসা থেকে আগরতলা, সাব্রুম থেকে সোনামুড়া সর্বত্রই ছিল মানুষের বিজয় উচ্ছ্বাস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service