2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

২২ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূল কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বিধানসভা নির্বাচনে ২২ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ বিশ্বাস ও ইন্‌চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সোমবারই সবাই মনোনয়ন পত্র জমা দেবেন বলে খবর।রবিবার সন্ধ্যেবেলা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের বাসভবনে এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের দ্বারা ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রথম প্রার্থী তালিকায় মোট ২২ জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

একঝলকে দেখে নিন প্রার্থী তালিকা –

বামুটিয়াতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীহার রঞ্জন সরকার
রামনগরের প্রার্থী পূজন বিশ্বাস
মজলিশপুরের প্রার্থী নির্মল মজুমদার
কমলাসাগরের প্রার্থী সুতপা ঘোষ
বিশালগড়ের প্রার্থী হারাধন দেবনাথ
বক্সনগরের প্রার্থী জয়দৌল হাসান
সোনামুড়াযর প্রার্থী নীল কমল সাহা
ধনপুরের প্রার্থী হাবিল মিঞা
তেলিয়ামুড়ার প্রার্থী রুবি চৌধুরী
শান্তিরবাজারের প্রার্থী নরেন্দ্র রিয়াং
জুলাইবাড়ির প্রার্থী কংজারী মগ
অমরপুরের প্রার্থী বিপ্লব সাহা
করবুকের প্রার্থী মিলটন চাকমা
কমলপুরের প্রার্থী সুমন দে
সুরমার প্রার্থী অঞ্জন নমঃ শুদ্র
আমবাসার প্রার্থী চন্দন মগ
ছামনুরের প্রার্থী রূপায়ণ চাকমা
চণ্ডীপুরের প্রার্থী বিদ্যুত্‍ বিকাশ সিনহা
কৈলাশহরের প্রার্থী আবদুল হাসান
বাগবাসার প্রার্থী বিমল নাথ
পেচারথলের প্রার্থী পূর্ণিতা চাকমা

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service