জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫৯ মাস পরে জিরানিয়ার রাস্তায় দেখা গেল লাল ঝাণ্ডার মিছিল। বামেদের সারা জাগানো মিছিলে এদিন সাহস দেখিয়েছে কর্মী সমর্থকরা। নির্বাচন ঘনিয়ে আসতেই মাথাচাড়া দিয়ে উঠছে বিরোধী দলগুলি। তবে একা লড়ার সাহস নেই কারো।চিরশত্রু কংগ্রেস সি পি আই এম ভাই ভাই মিলে মিশে বেরিয়ে পড়ছে প্রচারে। মঙ্গলবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বামেদের সারা জাগানো মিছিলে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। এখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণতন্ত্র ভুলুন্ঠিত করেছে বিজেপি সরকার, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজ্যে বিজেপি বিরোধী সরকার গঠন করতে হবে। এ দিনের মিছিলে পা মিলিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বিজেপি জোট সরকার।তাদের হাত থেকে রাজ্যকে ফিরিয়ে আনতে হবে।মিছিল থেকে বামপন্থীরা বিজেপি সরকারকে হটানোর জোর আওয়াজ তুলেছে। মিছিলে পা মিলিয়েছেন এলাকার বলিষ্ঠ সিপিআইএম নেতৃবৃন্দরাও।
রাজ্য
জিরানিয়ায় সিপিআইএমের মিছিল
- by janatar kalam
- 2023-01-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this