জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত ঋষ্যমুখ ব্লক এলাকার হরিপুর বাজারের তিনটি দোকান। যার মধ্যে রয়েছে একটি হার্ডওয়ার এর দোকান, একটি সার ওষুধের দোকান এবং একটি রাবারের দোকান। তিনটি দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রতিদিনই সন্ধ্যা ৭ টা থেকে ৭:৩০ টার মধ্যে বাজারের সবকটি দোকান বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যাবার পর রাত প্রায় ৯ টা নাগাদ হঠাৎ দোকানগুলিতে আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। তারা দ্রুত দমকলের দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বাজারের অন্যান্য দোকানগুলি রক্ষা পেল এদিন। কিন্তু দমকল বাহিনীর কর্মীরা বাজারের অন্যান্য দোকানগুলিকে রক্ষা করতে সক্ষম হলেও তিনটি দোকানকে কোনভাবেই বাঁচানো সম্ভব হয়নি।তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত সে সম্পর্কে কেউ কিছু বলতে না পারলেও অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও তদন্তক্রমে তা পরবর্তী সময় উঠে আসবে।
রাজ্য
বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত তিনটি দোকান
- by janatar kalam
- 2023-01-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this