জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ একাধিক মন্ত্রীর কাছে বারবার সবাইকে একসাথে নিয়োগের দাবি নিয়ে দারস্ত হলেও হতাশা ছাড়া আর কিছুই জুটেনি এসটিজিটি বেকারদের ভাগ্যে। যদিও প্রথমদিকে মন্ত্রীরা তাদেরকে আশ্বস্ত করেছিলেন নিয়োগের ব্যাপারে। এবার সরাসরি নির্বাচনের দোহাই দিয়ে তাদের দাবি খারিজ করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, রাস্তায় নেমে আন্দোলন করলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করলেন মন্ত্রী। আর মন্ত্রির এই বক্তব্যে স্বাভাবিকভাবেই এখন হতাশাগ্রস্ত এসটিজিটি বেকার যুবক-যুবতীরা। মঙ্গলবার ফের আরো একবার বেকাররা দ্বারস্থ হন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের। বেকারদের এক প্রতিনিধি দল এদিন আগরতলা কৃষ্ণনগরস্থিত মন্ত্রী শ্রীনাথের বাসভবনে গিয়ে দেখা করে সবাইকে একসাথে নিয়োগ ও পরীক্ষার ফলাফল দ্রুত ঘোষণার দাবি জানান। এদিন মন্ত্রী বেকারদের এই দাবি সরাসরি নাকচ করে দিলেন। শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন নির্বাচনের আগে কিছুতেই নিয়োগ করা যাবে না। এছাড়া দপ্তর যত সংখ্যক আসনের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নির্বাচনের পরেই পূরণ করা হবে। এক্ষেত্রে বেকাররা যদি রাস্তায় নেমে আন্দোলন করে তাতে কিছু যায় আসে না বলেও বেকারদের জানিয়ে দিলেন মন্ত্রী। আর মন্ত্রীর এধরনের বক্তব্যে স্বাভাবিকভাবেই হতাশ এখন চাকরি প্রত্যাশী এই বেকার যুবক-যুবতীরা।
রাজ্য
রাস্তায় নেমে আন্দোলন করলেও কিছু যায় আসে না আমার : শিক্ষামন্ত্রী
- by janatar kalam
- 2023-01-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this