2024-11-25
agartala,tripura
রাজ্য

বিজেপি ও আইপিএফটিকে সরকারচ্যুত করতে বাড়ি বাড়ি প্রচারে যাবেন চাকুরিচ্যুত শিক্ষকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরের পর বছর ধরে রাজ্যের চাকুরীচুত্য ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা যে দাবি গুলো করে আসছিল তা পূরণ করে নি রাজ্য সরকার। প্রতিনিয়ত তারা দাবি জানিয়ে আসছে l তাই দাবি পূরণের ক্ষেত্রে কোন আশ্বাস না পেয়ে বাধ্য হয়ে সোমবার মুখ্যমন্ত্রী ড়ঃ মানিক সাহার কাছে জবাব চাইতে উনার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করে চাকুরীচুত্য ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকারা l আজ 36 মাস হয়েছে, আমরা চাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি l বার বার আন্দোলন করতে গেলে আমাদের উপর জল কামান ছোড়া হচ্ছে l আমাদেরকে লাঠি পেটা করা হচ্ছে l মিথ্যা মামলা করা হচ্ছে আমাদের বিরুদ্ধে l আসন্ন বিধানসভা নির্বাচন দর গোড়ায় l এক দুই দিনের মধ্যেই নির্বাচন ঘোষনা করা হবে l আমরা দেখেছি রাজ্য সরকার আমাদের জন্যও ললিপপ ঝুলিয়ে রেখেছে l এর মাধ্যমে এটাই বুঝা যায় যে রাজ্য সরকার আমাদের চাকরি ফিরিয়ে দিতে চায় না l আমাদেরকে ঝুলিয়ে রাখতে চাই বলে বিক্ষোভ কারি এক শিক্ষিকা জানায় l রাজ্য সরকারের এই ভূমিকায় ক্ষুব্ধ তারা l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service